বাংলা

Taqwa Islamic School

Abdullah Super Market, Amtali, Barguna

Admission Information

 

ভর্তি সংক্রান্ত তথাদি

ভর্তির নিয়মাবলী :

  • ভর্তির সময় সত্যায়ন ব্যতীত পিছনে স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি ও স্ট্যাম্প সাইজের ৪ কপি ছবি জমা দিতে হবে।
  • জন্ম নিবন্ধন পত্রের বাংলা ও ইংরেজি ফরম্যাটে স্ব স্ব ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে সংগ্রহ করে ফটোকপি জমা দিতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি ফরম অভিভাবক কর্তৃক সঠিকভাবে পূরণ করে অবশ্যই জমা দিতে হবে।
  • পূর্বের বিদ্যালয়ের মূল নম্বরপত্র এবং সাথে ১ (এক) কপি করে সত্যায়িত নম্বরপত্র ও প্রশংসাপত্র জমা দিতে হবে।
  • সর্বশেষপরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।
  • ভর্তি হওয়ার পর নম্বরপত্র, প্রশংসাপত্র ইত্যাদি ফেরত দেওয়া হবে না। এজন্য প্রয়োজনীয় ফটোকপি নিজের কাছে রাখতে হবে।
  • ভর্তি ফরমে উল্লেখিত পঠিত বিষয়সমূহ পরবর্তীকালে পরিবর্তন করা যাবে।
  • ভর্তি হওয়ার পর সময়মত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং তা সবসময় সাথে রাখতে হবে।
  • ভর্তির সময় অভিভাবকের (মা ও বাবার) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি জমা দিতে হবে।