English
তাক্বওয়া ইসলামিক স্কুল
আবদুল্লাহ সুপার মার্কেট,আমতলী, বরগুনা
প্রতিষ্ঠান
ইতিহাস
ভৌত অবকাঠামো
প্রশাসন
প্রধান শিক্ষক
এডমিন
সহকারী প্রধান শিক্ষক
প্রভাতী শাখা
দিবা শাখা
পিটিএ
জনবল
শিক্ষক
কর্মকর্তা কর্মচারী
জনবল কাঠামো
একাডেমি
পাঠ্যক্রম
নমুনা প্রশ্ন
একাডেমিক ক্যালেন্ডার
ক্লাস রুটিন
পরীক্ষার রুটিন
পোশাকরীতি
পোশাকরীতি মেয়ে
নোটিশ
ফলাফল
সর্বশেষ ফলাফল
বোর্ড রেজাল্ট
গ্যালারি
ছবির গ্যালারি
ভিডিও গ্যালারী
যোগাযোগ
লগইন
Administrator
Accountants
Teacher/Staff
Student
Guardian
Director
ভর্তি সংক্রান্ত
ভর্তি সংক্রান্ত তথাদি
ভর্তির নিয়মাবলী :
ভর্তির সময় সত্যায়ন ব্যতীত পিছনে স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি ও স্ট্যাম্প সাইজের ৪ কপি ছবি জমা দিতে হবে।
জন্ম নিবন্ধন পত্রের বাংলা ও ইংরেজি ফরম্যাটে স্ব স্ব ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে সংগ্রহ করে ফটোকপি জমা দিতে হবে।
ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি ফরম অভিভাবক কর্তৃক সঠিকভাবে পূরণ করে অবশ্যই জমা দিতে হবে।
পূর্বের বিদ্যালয়ের মূল নম্বরপত্র এবং সাথে ১ (এক) কপি করে সত্যায়িত নম্বরপত্র ও প্রশংসাপত্র জমা দিতে হবে।
সর্বশেষপরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।
ভর্তি হওয়ার পর নম্বরপত্র, প্রশংসাপত্র ইত্যাদি ফেরত দেওয়া হবে না। এজন্য প্রয়োজনীয় ফটোকপি নিজের কাছে রাখতে হবে।
ভর্তি ফরমে উল্লেখিত পঠিত বিষয়সমূহ পরবর্তীকালে পরিবর্তন করা যাবে।
ভর্তি হওয়ার পর সময়মত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং তা সবসময় সাথে রাখতে হবে।
ভর্তির সময় অভিভাবকের (মা ও বাবার) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি জমা দিতে হবে।